‘অজুহাতের রাজ্য কতোদিন বঞ্চিত হবে বেকাররা ?’,আপার প্রাইমারির নিয়োগে স্থগিতাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বুধইবার এই কোথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নিয়োগ নিয়ে সরকারের সদিচ্ছার দিকে আঙুল তোলেন অধীর। অধীর বলেন, সরকার সবকিছু করছে কিন্তু লোক দেখানো, কোনো কিছুতে তারা সিরিয়াস নয়। ত্রুটিহীন ব্যবস্থা তৈরি হয় নি কেন ? প্রশ্ন তোলেন অধীর।
উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় ফের ধাক্কা খেয়েছে হাই কোর্টের নির্দেশে। বুধবার নিয়োগে স্থগিতাদেশ দেন বিচারপতি অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে রাজ্য। কিন্তু অনেকের অভিযোগ ছিল, নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি। দায়ের হয় মামলা। আগামী শুক্রবার বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার ওপর বহাল থাকবে স্থগিতাদেশ ।