নিজস্ব সংবাদদতা, কান্দিঃ সাত সকালে ঘরের ভেতর থেকে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সালার থানার কান্দরা নওদা পাড়া এলাকায়। বাড়িতে একাই থাকতেন বছর ৬১-এর জামসেদ সেখ। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের অন্যান্য সদস্যরা ভিন রাজ্যে কাজ করেন। চাষবাস ও দিন মজুরের কাজ করতেন ওই ব্যক্তি। শুক্রবার সকালে বাড়ি থেকেই উদ্ধার হয় জামসেদ শেখের ক্ষতবিক্ষত দেহ। খবর পেয়ে সালার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের মেয়ের দাবি খুন করা হয়েছে তাঁর বাবাকে। কী কারণে কে বা কারা ওই ব্যক্তিকে খুন করল তাঁর তদন্তে নেমেছে পুলিশ। এমন ভাবে বাড়ির মধ্যে খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।