UNICEF West Bengal : শিশুদের অধিকার এবং আকাঙ্ক্ষার স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে নীল আলোয় সেজে উঠল শহর কলকাতা। ২০ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে বিধানসভা, বেঙ্গল চেম্বার অফ কমার্সের মতো ঐতিহ্যশালী বিল্ডিং সেজে উঠেছে নীল আলোয়। কলকাতা প্রেস ক্লাব এবং ইউনিসেফের রাজ্য দপ্তরও শিশুদের অধিকারের অঙ্গীকারে নীল আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে বৃহস্পতিবার।
আরও পড়ুনঃ UNICEF WB শিশুদের জন্য একজোট ইউনিসেফ, পশ্চিমবঙ্গ সরকার ও কর্পোরেট সংস্থাগুলি
UNICEF West Bengal কেন নীল আলো কলকাতায় ?
শহরকে নীল আলোয় সাজিয়ে এবং শিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইউনিসেফ বড়দেরও ফিরে দেখতে বলল নিজেদের শৈশব। আর নিজেদের শৈশবের স্মৃতি থেকেই শিশুদের অধিকার ও স্বপ্ন পূরণে তাঁদের পাশে থাকার শপথ নেওয়ার আহ্বানও জানায় ইউনিসেফ।

এই বছর “ আমার দিন, আমার অধিকার” বিষয়কে মূল প্রতিপাদ্য করে পালিত হচ্ছে শিশু দিবস। শিশুদের অধিকার নিজে শিশুরাই কথা বলছে। “আমার মধ্যের শিশু এবং শিশুদের প্রতি অঙ্গীকার” নিয়ে আলোচনা করেছে। শুধু শিশুরা নয়, বড়রাও এই আলোচনায় অংশ নিয়েছে। নিজেদের জুড়েছেন শৈশবের সঙ্গে।

UNICEF West Bengal ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধান ড মঞ্জুর হোসেন Dr Monjur Hossain জানিয়েছেন, নীল আলোয় শহর সাজিয়ে ইউনিসেফ মানুষের মধ্যে জানার আগ্রহ তৈরী করতে চেয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি শিশুর জন্য শান্তি, সকলের সমান সুযোগ, নিরাপত্তা, মর্যাদা এবং সকলকে অন্তর্ভুক্ত করার দৃষ্টিভঙ্গি নিয়েও সচেতনতা তৈরি করা হচ্ছে।

শিশু দিবস উপলক্ষ্যে ইউনিসেফে পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে একটি সভা হয়েছে। সভায় সামাজিক সংগঠন এবং ইউনিসেফের প্রতিনিধিরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেছেন। সেই সভার আলোচনায় উঠে এসেছে সমবেতভাবে শিশুদে অধিকার ও শিশুদের উন্নয়নের জন্য কাজ করার পরিকল্পনা ।















