UGC NET 2024 Registration begins বিজ্ঞপ্তি প্রকাশ ইউজিসি নেট এর, কবে পরীক্ষা? অনলাইনে আবেদন কতদিন? বিশদে জেনে নিন

Published By: Imagine Desk | Published On:

UGC NET 2024 Registration begins জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য আবেদন করার সুযোগ মিলবে, এর সাথেই দেশের যে কোন কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করার যোগ্যতাও অর্জন করা যায় এই পরীক্ষায় সফল হলে। – টার্গেট – ইউজিসি নেট। এই পরীক্ষার দিনক্ষণ, আবেদন নিয়ে প্রকাশিত হল বিজ্ঞপ্তি। ইউজিসি নেট ( UGC NET) পরীক্ষার ডিসেম্বর সেশনের আবেদন গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যেই।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওরফে এনটিএ দু বার এই পরীক্ষা নিয়ে থাকে। পরীক্ষায় বসার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে পরীক্ষার্থীদের। আগ্রহী প্রার্থীরা ইউজিসির ওয়েবসাইট অথবা এনটিএর ওয়েবসাইটে গিয়ে সহজেই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

UGC NET 2024 Registration begins  কীভাবে আবেদন করবেন?

নেট পরীক্ষার জ্য ugcnet.nta.ac.in এই ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। শুধু আবেদনই (UGC NET 2024) নয়, এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যই পাওয়া যাবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে রেজিস্ট্রেশন উইন্ডো। সেখানে প্রয়োজনীয় তথ্য লিখে ফর্ম জমা করতে হবে। এর পর পাসপোর্ট সাইজ় ফটো এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। এই প্রসেস সম্পূর্ণ করলে আসবে পেমেন্টের অপশন। পেমেন্ট সফল হলে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন আবেদনকারীরা।

কতদিন পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া? কীভাবেই বা পরীক্ষা নেওয়া হবে?

UGC NET 2024 Registration begins আগামী ১০ ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ওই দিন রাত ১১ টা ৫০ মিনিটের মধ্যে আবেদন জমার কাজ শেষ করতে হবে। পেমেন্ট জমা দেওয়ার শেষ দিন ১১ ডিসেম্বর। আবেদনের পর ভুল থাকলে, তা সংশোধনের সুযোগ মিলবে। তবে ১২ ই ডিসেম্বরের পর আর আবেদনপত্র সংশোধন করা যাবে না।

ডিসেম্বর মাসে এই নেট হওয়ার কথা থাকলেও এই বছর ডিসেম্বর সার্কলের পরীক্ষা (UGC NET December 2024) হবে জানুয়ারি মাসে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে নেট পরীক্ষা। ১৯ জানুয়ারি পর্যন্ত তা চলবে। পরীক্ষার দিন, পরীক্ষাকেন্দ্রে বিষয়টি অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে। তবে অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে, সে বিষয়ে জানানো হয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে। সিবিটি বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নেট পরীক্ষা নেওয়া হবে।

২০২৪ আবেদন ফি?

যে সমস্ত প্রার্থীরা UGC NET ২০২৪ পরীক্ষার জন্য আবেদন করবেন তাদের অবশ্যই তাদের বিভাগ অনুযায়ী আবেদন ফি দিতে হবে। আবেদন ফি অ-ফেরতযোগ্য এবং অনলাইন বা অফলাইন মোডের মাধ্যমে পরিশোধ করতে হবে। UGC NET পরীক্ষার জন্য বিভাগ অনুযায়ী ফি নিম্নরূপ:

১) সাধারণ/অসংরক্ষিত: ১১৫০ /-
২) ওবিসি-এনসিএল: ৬০০/-
৩) SC/ST/PwD/ট্রান্সজেন্ডার: 325/-

UGC NET ২০২৪ যোগ্যতা

UGC NET 2024 Registration begins  শুধুমাত্র সেই প্রার্থীরাই UGC NET ২০২৪ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন যারা UGC NET যোগ্যতার মানদণ্ড পূরণ করে। UGC NET-এর যোগ্যতা বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, প্রচেষ্টার সংখ্যা এবং আরও অনেক কিছু নিয়ে গঠিত। যে প্রার্থীরা চার বছর/8 সেমিস্টার ব্যাচেলর ডিগ্রী প্রোগ্রাম অনুসরণ করছেন এবং তাদের শেষ সেমিস্টার/বছরে আছেন তারাও UGC-NET-এর জন্য আবেদন করতে পারেন। চার বছরের ব্যাচেলর ডিগ্রী প্রোগ্রাম সহ প্রার্থীদের এমন একটি বিষয়ে উপস্থিত হতে দেওয়া হয় যেখানে তারা পিএইচডি করতে চান। তারা যে শৃঙ্খলায় চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছে তা নির্বিশেষে।