শিক্ষারত্ন পেলেন মুর্শিদাবাদের দুই শিক্ষক-শিক্ষিকা। জেলার সেরা স্কুল বহরমপুর জে.এন.একাডেমি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শিক্ষক দিবসে জেলা প্রশাসনের তরফ থেকে মুর্শিদাবাদ জেলার দুই শিক্ষকের হাতে তুলে দেওয়া হল শিক্ষারত্ন পুরস্কার। এবং বহরমপুরের জে.এন.একাডেমি স্কুলকে দেওয়া হল জেলার সেরা বিদ্যালয়ের পুরস্কার। এইদিন এই অনুষ্ঠানের ভার্চুয়ালি সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মহম্মদ হাসান জাহাঙ্গী ও মহারানী কাশিশ্বরী গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রত্না প্রামানিকের হাতে শিক্ষারত্ন স্মারক এবং পঁচিশ হাজার করে টাকার চেক তুলে দেন জেলা শাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনিক আধিকারিকেরা মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। এর পাশাপাশি জেলার সেরা বিদ্যালয় পুরস্কার তুলে দেওয়া হয় বহরমপুর জে.এন.একাডেমী কতৃপক্ষকে।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এছাড়াও জেলা সমাহর্তা রাজর্ষি মিত্র, এ ডি এম (শিক্ষা) শ্রী মলয় রায়, জেলা শিক্ষা আধিকারিক অনন্যা ঘোষ, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের দুই জেলা বিদ্যালয় পরিদর্শক নৃপেন সিনহা এবং অমর কুমার শীল, লিড ব্যাংকের ডিস্ট্রিক্ট ম্যানেজার সানি কুমার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকেরাও। এবং এদিনের অনুষ্ঠানে গোড়াবাজার আই সি আই, মহাকালী পাঠশালা এবং জে এন একাডেমি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন।