Murshidabad News: হরিহরপাড়ায় পা কেটে পড়ল যাত্রীর, কান্দিতে মৃত্যু বাইক আরোহীর

Published By: Imagine Desk | Published On:

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রী তোলার জন্যে ট্রেকারগুলির রেষারেষি। তার পরিণতিতে ট্রেকারের ধাক্কায় পা কেটে পড়ে গেল এক বৃদ্ধ যাত্রীর। বুধবার দুপুরে মুর্শিদাবাদ Murshidabad জেলার হরিহরপাড়া থানার Hariharpara PS ডল্টনপুর বোলতলা পাড়া এলাকায় হরিহরপাড়া রাজ্য সড়কের ঘটনা। মঙ্গলবারই বহরমপুরে বাসের ভিতরে থাকা এক যাত্রীর হাত কেটে পড়ে যায়। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এদিন রক্তাক্ত জখম হলেন বৃদ্ধ। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধের নাম মাওলা বক্স (৫৫)। তাঁর বাড়ি স্বরুপপুর নতুনপাড়ায়।

Murshidabad Accident

Murshidabad News খাদ্যসুরক্ষা কার্ডের কাজের জন্য তিনি সাইকেলে করে ডল্টনপুরে বোনের বাড়ি যান। সেখানে সাইকেল রেখে বহরমপুরের উদ্দেশ্যে যাত্রীবাহী ট্রেকারে উঠছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা আরেকটি ট্রেকার দাঁড়িয়ে থাকা ট্রেকারের পিছনে ধাক্কা মারে। হঠাৎ প্রচণ্ড ধাক্কায় মাওলা বক্সের ডান পা পিষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়ে।  হরিহরপাড়া থানার পুলিশ গুরুতর জখম বৃদ্ধকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যাত্রীবাহী ট্রেকার দুটিকে আটক করা হয়েছে।

Murshidabad News এদিকে, কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত বহরার মারুরা এলাকায় একটি ছোট ম্যাজিক গাড়ির ধাক্কায় মৃত্যু হল ওই বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রেজাউল সেখ । বাড়ি কান্দি পাঁচ নম্বর ওয়ার্ডের ডাঙাপাড়া এলাকায়। রেজাউলের বাবা রাকিব শেখ জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা হয়েছে জানি না। পুলিস আমাদেরকে খবর দেয়।

Murshidabad News পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কান্দি ডাকবাংলো রাজ্য সড়কের বহরা মারুরা এলাকায় একটি ম্যাজিক গাড়ি তাঁকে ধাক্কা মারে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু বহরমপুর যাওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়। বুধবার দেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয় কান্দি মহকুমা হাসপাতাল মর্গে । ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। যদিও ঘাতক গাড়ি ও চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।