বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ এবার ফারাক্কায়। গুরুতর আহত ২

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, ফারাক্কাঃ পঞ্চায়েত ভোটের জন্য বাঁধা হচ্ছিল বোমা। সেই বোমা ফেটে ভয়ঙ্কর পরিণতি ফারাক্কায়। মুর্শিদাবাদের ফরাক্কা থানার তোফাপুরে বাঁধা হচ্ছিল বোমা । বৃহস্পতিবার রাতে সেখানেই বিস্ফোরন ঘটে। জখম হয়েছেন  আক্তারুল শেখ এবং আব্দুল লতিব নামের দুই ব্যক্তি। তারা বোমা বাঁধছিলেন বলেই জানা গিয়েছে, অসাবধানতাবশত ঘটে বিস্ফোরণ ।  গুরুতর জখম অবস্থায় দুই ব্যক্তিকেই আ জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদের নির্দেশে বাঁধা হচ্ছিল বোমা উঠছে প্রশ্ন ?

বৃহস্পতিবার মুর্শিদাবাদের  বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় কামাল শেখ নামের এক দুষ্কৃতীর।  বৃহস্পতিবার সকালে বেলডাঙ্গার ভাবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের মাঠে উদ্ধার হয় কামাল শেখের দেহ। রাতেই বোমা বাঁধতে গিয়ে ঘটে বিস্ফোরণ।  মৃতের স্ত্রীর দাবি বুধবার সন্ধ্যায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে মিটিং এ যাওয়ার নাম করে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়। বোমা বিস্ফোরণে মৃত্যু নিয়ে কংগ্রেসকেই দায়ি করেছে শাসক দল তৃণমূল । পঞ্চায়েত ভোটে এলাকায় সন্ত্রাস চালাতেন বোমা বাধা হচ্ছিল বলে দাবি তৃণমূলের। র আগে বেলডাঙ্গার মঝঝমপুরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। মঙ্গলবার রাতে শক্তিপুর থানার বেলডাঙ্গা দুই ব্লকের কোরাল পুকুর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। কংগ্রেস প্রার্থী হায়দার মল্লিকের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে ওঠে অভিযোগ। বিস্ফোরণে জখম হন সালারের সরমস্তপুরের বাসিন্দা জামিরুল সেখ ও শেরফুল মোল্লা।