নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ কান্দিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার আরও দুই তৃণমূল কর্মী। এই বছর ২০ অক্টোবর কান্দিতে খুন হন তৃণমূল কর্মী পাওয়ার শেখ। পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছিলেন পাওয়ার শেখের স্ত্রী। খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার ধৃতদের কান্দি কোর্টে তোলা হলে বিচারক ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ২০শে অক্টোবর নতুনগ্রামে বাড়ির কাছেই মাচায় বসে থাকার সময় গুলি করে খুন করা হয় পাওয়ার সেখকে। এই ঘটনায় ১৩ জনের নামে কান্দি থাকায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী । তদন্তে নেমে পুলিশ পরের দিনই একজনকে গ্রেফতার করে । ৩১শে অক্টোবর মুম্বই থেকে আরও তিনজনকে গ্রেফতার সেখকে। এর মধ্যে হামিদ সেখ হিজল পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। ধৃতরা দুই ভাই। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
কান্দিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার পঞ্চায়েত সদস্যের স্বামী সহ দুই
Published By: Madhyabanga News |
Published On: