নিজস্ব সংবাদদাতা, জলঙ্গিঃ জলঙ্গিতে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জলঙ্গি এবং সেখ পাড়া রাজ্য সড়কের মধুবোনা মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় ছেলের ওষুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন জলঙ্গির সেখ পাড়া এলাকার বাসিন্দা বছর ৪০-এর মমিন বিশ্বাস ও তাঁর ভাই। ফেরার পথে মধুবোনা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি কলা বোঝাই পিকআপ ভ্যান বাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পরেন দুই ভাই।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুই ভাইয়ের। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ, যদিও চালক পলাতক বলে খবর।