মিলন সরকার, ফারাক্কাঃ দেশি বন্দুক, তিন রাউন্ড গুলি সহ গ্রেপ্তার মালদার দুই দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও গুলি। পুলিশ সূত্রের খবর, ফারাক্কা পুলিশ রবিবার রাতে ফরাক্কা ব্যারাজ সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক দুই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ওই অবৈধ আগ্নেয়াস্ত্র। ধৃত সুরজিৎ লালা ও মুস্তাফাজুল রহমান মালদার বাসিন্দা। সোমবার ধৃতদের দু’সপ্তাহের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। পুলিশ তরফে আরও খবর, ধৃতদের বিরুদ্ধে মালদার একাধিক থানায় ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। কী উদ্দেশ্য নিয়ে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁরা ফারাক্কায় আসছিল তার তদন্তে পুলিশ।
দেশি বন্দুক, গুলি সহ ফারাক্কায় গ্রেফতার দুই
Published on: October 16, 2023










