নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ লোকসভা ভোটের আগে ১লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস থেকে ৩০শে জানুয়ারী পর্যন্ত বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিভিন্ন শাখা সংগঠন গুলিও একাধিক কর্মসূচী নিচ্ছে। শনিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এদিন সভায় জেলা তৃণমূল নেতৃত্ব সম্বর্ধনা জানান হয় সংগঠনের পক্ষ থেকে।’ সেই সভা থেকে লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে সংখ্যালঘুদের একজোট হওয়ার বার্তা দিলেন তৃণমূলের নেতারা। এদিনের সভায় হাজির ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ, ভরতপুরের বিধায়ক হুমায়ন কবির সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন সভায় জেলা তৃণমূল নেতৃত্ব লোকসভা ভোটের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালি করার বার্তা দেন।