নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ভরদুপুরে রবিবার বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। তাঁকে আশঙ্কা জনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাচলাকালীন তাঁর মৃত্যু হয়।সূত্রের খবর, বহরমপুরের ভাকুড়ি এলাকায় জনা কয়েক অনুগামীদের নিয়ে নির্মীয়মাণ বহুতলের কাছে বসেছিলেন সত্যেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। একসময় অধীর চৌধুরীর ডান হাত বলে জেলায় পরিচিত ছিলেন এই নেতা। পরে তাঁর সঙ্গে মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন সত্যেন। গত বিধানসভা নির্বাচনের আগে সেই দলের সঙ্গে মতানৈক্যের কারণে দল থেকে দূরেই থাকতেন বলে দলীয় সূত্রের খবর। তবে তৃণমূলের এই নেতার মৃত্যুর পিছনে সঠিক কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।
দুষ্কৃতিদের ছোড়া গুলিতে খুন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী
Published By: Madhyabanga News |
Published On:
