Trinamool Congress: কান্দিতে বিধায়কের ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল !

Published By: Madhyabanga News | Published On:

Trinamool Congress বহরমপুর লোকসভায় (Berhampore Lok Sabha) জয়ে আসলেই কান্দি পৌরসভার (Kandi Municipality) ফলাফলে তৃণমূলের চিন্তা অনেকটাই বাড়ছে। কান্দি বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ১৩০০০ ভোটে এগিয়ে থাকলেও কান্দি পৌরসভার অনেকটাই পিছিয়ে তৃণমূল।

৫ বারের সাংসদকে হারিয়ে জয়ের হাঁসি হেসেছে তৃণমূল। যদিও শহর এলাকার ভোটে চিন্তা বেড়েছে তৃণমূলের। কান্দি পৌর এলাকায় ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে তৃণমূল।

বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি বিধানসভা এলাকায় তৃণমূল প্রথম স্থানে রয়েছে। ইউসুফ পাঠান এখানে ভোট পেয়েছেন ৭২৫৪১। ৫৯৫৪১ ভোট পেয়ে এখানে দ্বিতীয় স্থানে অধীর চৌধুরী। তৃতীয় স্থানে ৪৯৫০৪ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা।

গ্রামীন এলাকায় তৃণমূল লিড ধরে রাখলেও কান্দি পৌরসভা এলাকায় ১৮টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। কংগ্রেস এখানে দুটি ওয়ার্ডে এগিয়ে থাকলেও বিজেপি ১২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন কান্দি পৌরসভা এলাকায়। কান্দি পৌর এলাকায় বিজেপি ভোট পেয়েছে ১৫২১৮।

এখানে তৃণমূল ভোট পেয়েছে ১০০৪৭। এখানে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে ৫১৭১ ভোটে। খোদ বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপুর্ব সরকারের ওয়ার্ডেও বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল। লোকসভা ভোটে তৃণমূল ক্ষমতায় এলেও ২০২৬ এর বিধানসভা ভোটের আগে পৌর এলাকায় বিরোধীদের ভোটের লিড তৃণমূলের চিন্তা অনেকটাই বাড়িয়েছে।