Trinamool Congress সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তি। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দলীয় কর্মীদের উদেশ্যে। নতুন নির্দেশ অনুযায়ী এবার থেকে তৃণমূলে যোগদান করতে হলে লাগবে প্রয়োজনীয় অনুমোদন। রবিবার বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে স্পষ্টত লেখা। এবার থেকে অন্য দলের কেউ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাইলে। লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন।
অনুমোদন ছাড়া সম্ভব না দলে যোগদান । মুর্শিদাবাদের ক্ষেত্রে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছেন। বহরমপুর মুর্শিদাবাদ সাংগাঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং চেয়ারপার্সন এবং রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী।
তৃণমূল সূত্রের খবর, লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের ফল ভালো বলেই। বহু অন্যদলের লোকেরা ধীরেধীরে তৃণমূল কংগ্রেস জয়েন করছে। এই সমস্ত লোকেরা তৃণমূলকে ব্যবহার করতে চাইছে। তাই রাজ্যের তরফে এইরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।