Tribute to Kargil War Hero ২৬ জুলাই, ২০২৫, ২৬ তম কার্গিল বিজয় দিবস পালনের আগে ‘ VEERON KO NAMAN’ ভারতীয় সেনার।’ ঘর -ঘর শৌর্য সম্মান’ উদ্যোগের আওতায়, সেনাবাহিনী মুর্শিদাবাদ জেলার শহীদ পরিবারকে সম্মাননা জানায় এবং একটি স্মারক প্রদান করে। মুর্শিদাবাদের বড়ঞা থানার শিমুলিয়া গ্রাম। যে গ্রামে আজও টাটকা ১৯৯৯ সালের স্মৃতি। কার্গিলে তখন ভারত-পাক সশস্ত্র সংঘাত। তারই মাঝে শিমুলিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। ১৯৯৯ সালের ৩১ শে আগস্ট কার্গিল যুদ্ধে Kargil War শহীদ হয়েছিলেন এই গ্রামেরই বাসিন্দা মহম্মদ সানোয়ার হোসেন। অভিভাবকহীন হয় পরিবার। দেশের জন্য শহীদ হয়েছেন প্রিয়জন। তাকে ছাড়াই দেখতে দেখতে কেটেছে ২৫ টা বছর। এত বছর পর এল প্রশংসাপত্র। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার প্রশংসা পত্র হাতে তুলে নিল শহীদের পরিবার।
Tribute to Kargil War Hero ২৬ শে জুলাই, কার্গিল বিজয় দিবসের আগে কার্গিলের দ্রাস থেকে কর্তব্যরত সেনা জওয়ানদের প্রতিনিধি দল শহীদের স্মৃতি চারণায় জানালেন বিশেষ সম্মাননা। শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হল প্রশংসাপত্র এবং স্মারক। নেওয়া হল পরিবারের খোঁজ খবর। শোনা হল সুবিধা, অসুবিধার কথা। নায়েব সুবেদার রাফিকুল হোসেন জানান, ২৬ শে জুলাই কার্গিল বিজয় দিবস পালনের আগে যতজন শহীদ হয়েছেন বাড়ি বাড়ি গিয়ে তাদের সম্বর্ধনা জানানো হচ্ছে। ডকুমেন্টেশন জনিত কোন সমস্যা আছে কিনা সেগুলি লিপিবদ্ধ করা হয়। সেই কারনেই বাড়ি বাড়ি যাওয়া।
Tribute to Kargil War Hero কার্গিল যুদ্ধে শহীদ নায়েব সুবেদারের স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো হয়। খোঁজ খবর নেওয়া হয় শহীদ পরিবারের। সম্মাননা পেয়ে গর্বিত জানালেন শহীদ মহম্মদ সানোয়ার হোসেনের ছেলে সাইদ হোসেন। তিনি জানান, দীর্ঘ পঁচিশ বছর পর যে ওনারা আমাদের মনে রেখেছেন। এটার জন্য আমরা নিজেকে গর্বিত মনে করছি।