মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। যদিও বহরমপুরের মানুষের সে মিষ্টি হিসেবেই পরিচিত । মারণব্যাধি ক্যান্সার অকালেই প্রাণ কেড়ে নেয় ঐন্দ্রিলার । রবিবার সকালে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । গত বছর ২০শে নভেম্বর প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তারই স্মৃতিতে গত বছরও বৃক্ষরোপণ করা হয়। রবিবার একটি পরিবেশ প্রেমী সংস্থার সহযোগিতায় ঐন্দ্রিলার পরিবারের সদস্যরা বৃক্ষরোপণে হাত লাগান।ছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা।এদিন মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বেশ কিছু বৃক্ষরোপণ করা হয়। গাছেদের মধ্যে বেঁচে থাকুক ঐন্দ্রিলা, এমনটাই চাইছে তাঁর পরিবার। মেয়ে চলে গেলেও মেয়ের স্মৃতিতে গাছ লাগাচ্ছেন মা।
অকালে প্রয়াত অভিনেত্রী মেয়ে, হাসপাতালে বৃক্ষরোপণ করলেন ঐন্দ্রিলার মা
Published on: October 8, 2023











