এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Train Rescheduled: রাতের লালগোলা প্যাসেঞ্জার নিয়ে বড় আপডেট

Published on: December 16, 2025
Train Rescheduled

Train Rescheduled: ১ ঘণ্টা দেরিতে রাতের লালগোলা

Train Rescheduled: ১ ঘণ্টা দেরিতে রাতের লালগোলা প্যাসেঞ্জার । আজ, মঙ্গলবার, পরশু বৃহস্পতিবারও। ট্রেনটি কৃষ্ণপুরেই (Krishnapur Station) থেমে যাবে। লালগোলা যাবে না।

আরও পড়ুনঃ Berhampore Railway Station Phone Number বহরমপুর রেলস্টেশন ফোন নম্বর

Train Rescheduled

Train Rescheduled ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যে দু’দিন রাতে লালগোলা প্যাসেঞ্জারের ((Lalgola Passenger)) নির্ঘণ্ট বদল। শিয়ালদহ ডিভিশনে কাজের জন্যে আজ, মঙ্গলবার রাত ১১ টা থেকে কাল, বুধবার ভোর ৩ টে পর্যন্ত ধুবুলিয়া-মুড়াগাছা বিভাগে ট্রেন রুটে ‘ট্রাফিক ব্লক’। ট্রেন দেরিতে চলতে পারে। একই সময়ে বৃহস্পতিবার রাত ১১ টা থেকে শুক্রবার ভোর ৩টে পর্যন্ত ‘ট্রাফিক ব্লক’ থাকবে। এই দু’দিন রাতে শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জারের সময় সূচি বদলানো হয়েছে। ট্রেনটি কৃষ্ণপুর স্টেশন পর্যন্ত আসবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৫৩১৮১ আপ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ১ ঘণ্টা সময় বদলেছে। ব্লক সময়ে ট্রেন দেরিতে চলতে পারে।

Train Rescheduled কৃষ্ণপুর পর্যন্ত যাবে

Train Rescheduled ৫৩১৮১ আপ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদহ থেকে ছাড়ে রাত সাড়ে ১১ টায়। লালগোলায় পৌঁছয় ভোর ৪টে ৫৫ মিনিটে। এর ফলে ট্রেনটি ১ ঘণ্টা দেরিতে চলবে। ওই ট্রেনটি লালগোলা পৌঁছবে না। তার আগের স্টেশন কৃষ্ণপুর পর্যন্ত যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now