Train Cancelled রবিবার, ছুটির দিনে কোথাও যাবেন ভাবছেন? ভরসা ট্রেন? জানেন কি রবিবার ট্রেন চলাচল বন্ধ থাকছে? ফেব্রুয়ারির শুরুতেই ফের ট্রেন ভোগান্তি। রবিবার ছুটির দিনে গড়াবে না ট্রেনের চাকা। কবে আবার স্বাভাবিক হবে পরিষেবা? জেনে নিন বিস্তারিত- লালগোলা-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে এদিন। প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। লালগোলা-শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে।
Train Cancelled কেন বন্ধ থাকবে রেল চলাচল?
Train Cancelled রেল দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। পাওয়ার ব্লক থাকার জন্যই আপ ও ডাউন ট্রেন মিলিয়ে বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে।
Train Cancelled রেল দফতর সূত্রে আরও জানা গিয়েছে, রেজিনগর-বেলডাঙা এবং বেলডাঙা-সারগাছি সেকশনের মধ্যে ট্রাফিক ও ব্লক থাকবে। এর জেরে বেশ কিছু ট্রেনের সময় কয়েক ঘণ্টা বদল করা হয়েছে। একই সাথে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে।
Train Cancelled রবিবার হলেও এদিন সরস্বতী পুজোর আবহ। অনেকেই নানান কাজে লালগোলা থেকে রেজিনগর, কিংবা বহরমপুর থেকে অন্যত্র যান। সেদিক থেকে যাত্রীরা আবারও যে সমস্যায় পড়বেন সেটাই স্বাভাবিক। শনিবার বহরমপুর কোর্ট রেলোওয়ে স্টেশনে এসে বিজ্ঞপ্তি দেখে অনেকেই অবগত হন। যাত্রীরা বলছেন, প্রয়োজনীয় কাজে ব্যাঘাত ঘটবে। খুব জরুরি কাজে বিকল্প যানবাহনের ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। অনেকেই বলছেন, বিগত কয়েকদিন ধরেই মাঝেমধ্যে ট্রেন চলাচল ব্যহত হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজ যেমন গুরুত্বপূর্ণ তেমনই বিকল্প পথ রেখেই রেলের কাজ হওয়া উচিৎ বলেই মনে করছেন যাত্রীদের একাংশ। এছাড়াও শীতের মরশুমে বহু পর্যটক মুর্শিদাবাদের ঘুরতে আসেন। ট্রেন পরিষেবা স্তব্ধ থাকায় সমস্যার কথা জানাচ্ছেন পর্যটকেরা।
Train Cancelled যদিও স্বস্তির খবরও আছে –
Train Cancelled লালগোলা থেকে রেজিনগর স্টেশন পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও পলাশী থেকে আপ ও ডাউনে ট্রেন পরিষেবা স্বচল থাকবে বলে রেল দফতর সূত্রে খবর।