Tracktor seized অবৈধ মাটি কাটার অভিযোগে সামশেরগঞ্জে আটক মাটি বোঝাই দুটি ট্রাক্টর। দুই ট্রাক্টর চালককেও আটক করা হয়। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে সামশেরগঞ্জের ভুমি ও ভুমি সংস্কার দপ্তরের কর্মীরা পুরাতন ডাকবাংলা সংলগ্ন এলাকা থেকে দুটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে। মাটি বোঝাই ট্রাক্টর দুটিকে সামশেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়ে আসা হয়। ডাকা হয় ট্রাক্টর মালিকদেরও। মাটি কাটার বৈধ কোন প্রমাণ না থাকায় ফাইন নেওয়া হয়। সামশেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা জানান অবৈধ ভাবে ফারাক্কার দিক থেকে মাটি কেটে তা সামশেরগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে। এরপরই এমন চলছে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
সামশেরগঞ্জ বিএলআরও দপ্তরের আধিকারিক নির্মল দাস তিনি জানান, “আমরা যখন অফিসের উদেশ্যে আসছিলাম। তখন পুরনো ডাকবাংলা মোড়ে কিছু গাড়ি বেড়িয়ে গেল। তারপর এইদুটি গাড়ি আমরা দেখতে পেলাম দিয়ে আটক করলাম। এইগুলো সব ইটভাটার গাড়ি। ফারক্কার দিকে নিয়ে যাচ্ছিল”।