TOTO Registration 2025 পুরনো টোটো থাকলেই এবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। থাকতে হবে নম্বর প্লেট। সোমবার থেকে শুরু হয়ে গেল টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ৩০ শে নভেম্বর অব্ধি। রেজিস্ট্রেশন না করালে আর মিলবে না টোটো চালানোর অনুমতি। সারা রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলাতেও শুরু হল টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর এর তৎপরতা।
TOTO Registration 2025 কী এই টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর? কীভাবে এই নম্বর পাবেন টোটো চালকরা?
TOTO Registration 2025 মুর্শিদাবাদ জেলা পরিবহণ দপ্তর সুত্রে জানানো হয়েছে- টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর পেতে পোর্টালে বৈধ নথিপত্র আপলোড করতে হবে। দিতে হবে ন্যুন্যতম ফি। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেই নম্বর জেনারেট হবে যা কিউ আর কোড হিসেবেই থাকবে। পাওয়া যাবে শংসাপত্র। পরবর্তীতে এই কিউ আর কোড টোটোয় লাগিয়ে রাখা যেতে পারে অথবা সংরক্ষিত রাখতে হবে। কারণ পরবর্তীতে প্রশাসনিক ভাবে কোন নিয়ম জারি হলে এনরোলমেন্ট নম্বর দেখালেই চলাচলের ক্ষেত্রে অনুমতি বহাল থাকবে। তবে এই নম্বরের সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। দু বছরের জন্য এই নম্বরের বৈধতা থাকবে। দু বছর পর ই-রিক্সা নিতেই হবে।
TOTO Registration 2025 মুর্শিদাবাদ জেলা পরিবহণ দপ্তর আধিকারিক জানান-
TOTO Registration 2025 মুর্শিদাবাদ জেলা পরিবহণ দপ্তর আধিকারিক শিবাশিষ সরকার স্পষ্টই জানিয়েছেন- কারা এই রেজিস্ট্রেশনের আওতায়, কারা নয়। তিনি বলেন, “ই-রিক্সা গুলো এই রেজিস্ট্রেশনের আওতায় আসবে না। শুধুমাত্র পুরনো টোটো যেটা স্থানীয়ভাবে কারখানায় থেকে তৈরি হয়েছে। এখন যেমন বিভিন্ন কোম্পানির মাধ্যমে ই-রিক্সা গুলো আছে সেগুলো এর আওতায় আসবে না। ই-রিক্সো যারা কিনছেন নতুন করে তাদের ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হচ্ছে।

TOTO Registration 2025 টোটো ও ই-রিকশার মধ্যে কী পার্থক্য ?
TOTO Registration 2025 সরকারি কোষাগারে কর না দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে যে বাহন রাস্তায় চলছে, সেটাকে বলা হয় টোটো। সরকারি খাতে কর জমা দিয়ে পরিবহণ দপ্তরের অনুমতি সাপেক্ষে বিক্রি হওয়া বাহনগুলিকে বলা হয় ই-রিকশা। পুরনো সব টোটোকে দু’বছরের মধ্যে ই-রিকশায় (E-Rickshaw) পরিণত করার টার্গেট! সব টোটোকেই কি বৈধ তকমা দেওয়া হবে? তা হলে যানজটের সমাধান হবে কী করে? এই প্রশ্নও কিন্তু উঠছে।
TOTO Registration 2025 কী বলছেন ই-রিক্সা ও টোটো চালকরা?
TOTO Registration 2025 বহরমপুরের এক টোটো চালক রাজীব দাস বলেন, ” সরকার যেগুলো করছে কোন অসুবিধা নেই। দু বছর পরে কি ই-রিক্সায় কনভার্ট হবে, তাহলে ভালো কথা। বহরমপুর শহরে বেশীরভাগ ই-রিক্সা, টোটো নেই। অনেক গরিব মানুষ এই টোটোর উপরেই নির্ভরশীল। সরকার নিয়মের মধ্যে নিয়ে আসছে ভালো কথা।”
TOTO Registration 2025 সামসেরগঞ্জের এক টোটো চালক জানিয়েছেন অসুবিধার কথা। টোটো ইয়ারুল হক জানিয়েছেন, সামসেরগঞ্জে রোগী নিয়ে সুতিতে যেতে হবে। রুট নির্দিষ্ট থাকলে কীভাবে যাব? অসুবিধাই হবে। নম্বর প্লেট হলে ফাইন হবে, ১০০ টাকা নেবে, ১ হাজার টাকা নেবে। টোটো চালিয়ে ৩০০ টাকাই ইনকাম হয়না সারাদিনে। কোথায় পাব?









