Toto Registration 2025 রাজ্যের সমস্ত টোটোয় এবার থেকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কড়া নির্দেশিকা জারি রাজ্যে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। ১৩ নভেম্বরের মধ্যে টোটো চালক বা মালিকদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। না করালে রাজ্যের কোথাও আর টোটো চালানোর অনুমতি মিলবে না। এনিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য পরিবহণ দফতরের।
Toto Registration 2025 টোটোয় রেজিস্ট্রেশন মাস্ট
Toto Registration 2025 বিভিন্ন জায়গায় চলছে টোটোর দৌরাত্ম। সেই দৌরাত্ম রুখতে রেজিস্ট্রেশন বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। ১০০০ টাকা দিয়ে মালিক অথবা চালকের নামে করাতে হবে রেজিস্ট্রেশন। ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা অর্থাৎ ১২ মাসে ১২০০ টাকা দিতে হবে। তাদের বিমার আওতায় আনা হবে।
Toto Registration 2025 বর্তমানে রাজ্যে কত পরিমাণ টোটো চলে তা নিয়ে সঠিক তথ্য নেই পরিবহণ দপ্তরের কাছে। আগামী ১৩ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বর, এক মাসের মধ্যে শেষ হবে টোটো চিহ্নিতকরণ প্রক্রিয়াও। অনলাইনের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরেও করা যাবে রেজিস্ট্রেশন।
Toto Registration 2025 টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোড
Toto Registration 2025 এনিয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সমস্ত টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোড দেওয়া স্টিকার। চিহ্নিতকরণের কাজ শেষ হলেই টোটোর রুট বেঁধে দেওয়া হবে।
Toto Registration 2025 বিভিন্ন জায়গায় পাশাপাশি মুর্শিদাবাদেও বিভিন্ন রাস্তা থেকে অলিগলি দাপিয়ে বেড়ায় টোটো। অনেক ক্ষেত্রেই টোটোর জন্য যানজটের অভিযোগও হয়। রেজিস্ট্রেশন ও পারমিট ঠিক হলে সেই দৌরাত্ম কমবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।