Toto Driver: সুতিতে টোটো চালকের সঙ্গে কে করল এরকম ?

Published By: Imagine Desk | Published On:

Toto Driver:  সারা রাত নিখোঁজ থাকার পর সাত সকালে মুর্শিদাবাদের সুতির আজাদনগর বেলতলা এলাকায় উদ্ধার হল এক   টোটো চালকের দেহ । কালভার্ট সংলগ্ন ঝোঁপ  থেকে উদ্ধার হয় দেহ। জানা গিয়েছে সুতির ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা বছর ৩২ এর সুরাজ সেখ সোমবার বিকেলে টোটো নিয়ে বাড়ি থেকে বেড়িয়েছিলেন । রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজিও করেন।

Toto Driver  মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঝোঁপের  মধ্যে থেকে উদ্ধার হয় টোটো চালকের রক্তাক্ত দেহ। মৃতের  কাকা বুলতাব হোসেনের দাবি,   যুবককে খুন করা হয়েছে বলে মনে করছে পরিবার। কিন্তু কে বা কারা টোটো চালকের এই অবস্থা করল তা নিয়ে সংশয়ে পরিবার । সুতি থানার পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য  জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান হয়। কিভাবে টোটো চালকের মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।