মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ উধাও শীতের আমেজ। হিমের বদলে ডিসেম্বর সন্ধ্যায় কাঁটা হল বৃষ্টি। অকাল বর্ষণে ভিজল মধ্যবঙ্গ। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হল নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মালদাতেও। ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব এ বঙ্গে না পড়লেও মঙ্গলবার থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। ছিটে ফোঁটা বৃষ্টি যে ওইদিন হয়নি এমন নয়। তবে বুধবার সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে ইলশে গুঁড়ি বৃষ্টি হয় জেলায়। বিকেলে বেশ খানিকক্ষণের টানা বৃষ্টিতে হেমন্তের সন্ধ্যায় জেলায় জেলায় ফিরল বর্ষার আমেজ। মাঠে মাঠে আউস ধান পালা দেওয়ার কাজ চলছে। এখন ও গোলায় ওঠেনি ধান। অকাল বর্ষায় ধান ভিজল মাঠেই। ক্ষতি হল সর্ষে চাষের ও, বলছেন কৃষি আধিকারিকরা।
শীতের শুরুতে উইন্ডচিটার, রেইন কোটের কাজ করল। গুটিয়ে রাখা ছাতা যাঁরা পারলেন তাঁরা বের করে বাড়ির বাইরে বেড়লেন। রাস্তায় ছিলেন যাঁরা, বৃষ্টিতে ভিজে ঘরে ফিরলেন। সবার অবশ্যই হাল্কা চাদর ও মাফলার। আগামীকাল বৃহস্পতিবার ও মেঘলা আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিসের খবর। বৃষ্টি না হলেও আট তারিখ পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের খবর নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে তাপমাত্রার পারদ চড়বে। শীতের আমেজ উল্টে ভ্যাপসা গরমে কাটবে আরও দুদিন। তবে ঝঞ্ঝার পর কী শীতকাল আসবে? জানতে চাইলে আবহবিদরা সম্ভাবনার কথা জানিয়েছেন। নিশ্চয়তা দিতে পারেননি।