মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পুকুরে ব্যালট বাক্স! জলে নেমে তল্লাশি চলল নবগ্রামে। জানা গিয়েছে শনিবার দুপুর একটা নাগাদ নবগ্রামের জলুখা ১২১ নম্বর বুথে বাইরে থেকে দুষ্কৃতি এসে ব্যালট বাক্স নিয়ে গিয়ে বুথের নিকটবর্তী পুকুরের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট চললেও বেলা গড়াতেই কিছু দুষ্কৃতি ভোট কেন্দ্রে ঢুকে পড়ে এবং ব্যালট বাক্স নিয়ে পাশের পুকুরের জলে ফেলা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ব্যালট বাক্স উদ্ধারে নামানো হয় কিছু শ্রমিককে। তাঁরাই ওই ব্যালট বাক্স জল থেকে তোলেন।
ব্যালট বাক্স উদ্ধার করতে পুকুরে নেমে তল্লাশি চলল নবগ্রামে!
Published on: July 8, 2023









