অভিযোগঃ সরকারি জমিতে তৃণমূলের অফিস, ৫ টি বুলডোজার এনে ভেঙে দেওয়া হল দোতলা নির্মাণ

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত, কান্দিঃ  সরকারি জমিতে অবৈধ নির্মাণ। সেখানেই ছিল তৃণমূলের অফিস। এবার ৫ টি বুলডোজার এনে তৃণমূলের অফিস সহ দোতলা বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করল প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৫টি বুলডোজার বিল্ডিং ভাঙার কাজ শুরু করে।   বড়ঞার বাসিন্দা    সফিউল রহমানের দাবি, পূর্ত দপ্তরের জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ নির্মাণ।  সেখানেই নাকি ছিল তৃণমূল অফিসও। এনিয়ে চলছিল মামলা।  আদালতের নির্দেশে গত ২৪শে মে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী জড়ো অবৈধ নির্মাণ কাজ ভাঙতে শুরু করে প্রশাসন। যদিও সেদিন সামান্য কাজ করার পর বন্ধ হয়ে যায় সেই কাজ। প্রায় ২ সপ্তাহ পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভাঙা শুরু হল অবৈধ বিল্ডিং ভাঙার কাজ। এদিন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গুড়িয়ে দেওয়া হয় বাড়ি ও পার্টি অফিস। যদিও এই বিল্ডিং এ কোন কার্যালয় ছিল না বলেই দাবী তৃণমূল নেতা মাহে আলমের।