YUSUF PATHAN এসআইআর নিয়ে বিরোধীদের পাটনার সমাবেশে তৃণমূলের বার্তা দিল ইউসুফ পাঠান (Yusuf Pathan)। ইউসুফ পাটনায় পৌঁছনো মাত্র তাঁকে ঘিরে স্লোগান উঠল। এমনকি লালু প্রসাদ যাদবের নামের সঙ্গে তাঁর নামেও স্লোগান শোনা যায়। আজ, সোমবার বিহারে বিরোধী দলগুলির এসআইআর SIR নিয়ে ভোটের অধিকার যাত্রার শেষ দিন। সেখানে প্রতিনিধি পাঠিয়েছে তৃণমুল। তাতেই উপস্থিত বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ। উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের তরফে পাঠানো হয়েছে ললিতেশ ত্রিপাঠিকে (Lolitesh Tripathi)। এদিন পাটনার সমাবেশে ছিলেন বিরোধী দলের অন্য সাংসদরা। বিজেপির বিরুদ্ধে ভোট চুরি ও জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তোলা হয়েছে এদিনের সমাবেশে।
এদিকে তার মধ্যে তৃণমূলের তরফে এসআইআরের উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের প্রশ্ন তোলা হয়। এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল অভিযোগ তুলেছে ,শুধুমাত্র বিহারের ৩৯ টি বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৮৭ হাজার ৬৪৩ জন ভোটারের নাম রয়েছে দুবার। যেখানে নাম ও আত্মীয়ের নাম অবিকল এক।