টাকা চাইলে….’ এ কী বললেন জাকির হোসেন?
নিজস্ব প্রতিনিধিঃ বেনিয়ম করে শিক্ষকের চাকরি পাওয়ায় অনেকের চাকরি বাতিল হয়েছে। তা নিয়ে রাজ্য জুড়ে হইচই হয়েছে। অভিযোগ, টাকার খেলায় চাকরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করেন, সরকারি আবাসের অর্থাৎ ঘরের টাকা পেতেও কাটমানি দিতে হয়। এবার খোদ রাজ্যের শাসকদলের বিধায়ক স্বচ্ছতার বার্তা দিতে গিয়ে কার্যত স্বীকার করলেন, সরকারি ঘর পেতে গেলে দলের নামে টাকা চাওয়া হয়। তবে জঙ্গিপুরের Jangipur বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেন MLA Zakir Hossain এই বক্তব্যের মাধ্যমে অন্য কিছুর বার্তা দিতে চাইলেন কি না তা নিয়েও চর্চা শুরু হয়েছে।
জঙ্গিপুরের বিধায়ক বলেন, ঘর পেতে কাউকে কোনও টাকা দেবেন না। ঘর পাবেন বিনা পয়সায়। ঘরের জন্য কেউ টাকা চাইতে গেলে ধরে বেঁধে রাখুন। কেউ টাকা চাইলে এসডিও ও মুখ্যমন্ত্রীকে জানান। সঙ্গে আমাকেও। শনিবার জঙ্গিপুরে বাসভবনে সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন । কেন কাটমানি নিয়ে সরব হলেন জাকির? কাকে বা কাদের নিশানা করলেন? জাকির হোসেনের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে আলোড়ন রাজনৈতিক মহলেও। ২৬ এর বিধানসভা ভোটের আগে জাকিরের এই মন্তব্য কি প্রভাব ফেলবে দলের অন্দরে? প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ Kolkata Sairang Express: চলতে শুরু করল মিজোরাম থেকে কলকাতা ট্রেন, কাল দুপুর ১ টায় থামবে বহরমপুরে
MLA Zakir Hossain শনিবার জাকির হোসেন বলেন, বাড়ির টাকা আসবে। জঙ্গীপুরবাসীকে বলব, আপনাদের কাছে কেও টাকা চাইতে গেলে দেবেন না। কেও টাকা চাইতে এলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান। আমাকে অভিযোগ জানান। বেঁধে রাখুন। আমরা ব্যবস্থা নেব। জাকির হোসেনের এই বক্তব্য মোবাইলে-মোবাইলে ছড়িয়ে পড়েছে।