TMC minority committee ২৬ এর বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের তৃণমূল সংখ্যালঘু সেলে রদবদল।

TMC minority committee মাদারের ব্লক সভাপতি, ছাত্র সংগঠন তৃনমূল ছাত্র পরিষদ সভাপতির এবার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতিদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার প্রকাশিত হল তালিকা।
মুর্শিদাবাদে সংখ্যালঘু সেলের দায়িত্বে কারা ?
TMC minority committee মুর্শিদাবাদের দুই সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় সভাপতি বদল না হলেও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সভাপতি বদল করা হয়েছে । জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ হাবিবুল্লাকে সরিয়ে তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে মহম্মদ বারিউল ইসলামকে। অন্যদিকে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় পুনরায় সভাপতি করা হয়েছে আবুল কাউসারকে।














