একুশের টান বলে কথা ! পায়ে হেঁটে জলঙ্গী থেকে ধর্মতলায় বিষ্ণু, অসিত Ekushe July 2022

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ তৃণমূলের টান বলে কথা ! গাড়ি নয়, ঘোড়া নয়, পায়ে হেঁটেই একুশের সমাবেশে যোগ দিতে জলঙ্গী থেকে রওনা দিলেন দুই যুবক। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গী থেকে কলকাতা প্রায় আড়াই শো কিলোমিটার পথ। এই পথ পায়ে হেঁটেই যাবেন বলে দাবি তৃণমূল কংগ্রেস কর্মী বিষ্ণু সরকার ও অসিত সরকারের। শুক্রবার সন্ধ্যায় কলকাতার উদ্যেশ্যে রওনা দেন তারা। ২১শে জুলাই সকালে কলকাতার ধর্মতলায় পৌঁছে যাবেন তারা । সাগরপাড়া বাজার থেকে শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর ছবি বুকে নিয়ে এবং তৃণমূলের পতাকা নিয়ে শুরু হয়েছে হাঁটা । এই যাত্রার সূচনা করেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক সহ স্থানীয় তৃণমূল কর্মীরা।
বিষ্ণু সরকার জানান, তিনি নিজে সাগরপাড়া অঞ্চল তৃণমূল যুব সভাপতি । এলাকার শিক্ষিত যুব সমাজকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করতে এবং মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিযান ।
তীব্র দাবদাহ চলায় দুপুরে অবশ্য হাঁটবেন না ওই দুই তৃণমূল কর্মী। সকাল ৫টা থেকে বেলা ১০ টা পর্যন্ত হাঁটবেন। দুপুরে বিশ্রাম নিয়ে আবার বিকেলে ৫টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত ৫ ঘণ্টা হাঁটবেন দুই যুবক ।