এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

TMC Mahila Morcha ভরসা বাড়াতে মহিলাদের সামনে রেখে রাস্তায় TMC

Published on: September 30, 2024
TMC Mahila Morcha

TMC Mahila Morcha একদিকে যখন আরজিকর ইস্যুতে তোলপাড় রাজ্য । অন্যদিকে এর মাঝেই কর্মীদের মনোবল  বাড়াতে ময়দানে তৃণমূল India Trinamool Congress । মহিলা সংগঠনের সামনে রেখে কর্মসূচী তৃণমূলের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Mamata Banerjee  ‘কৃতজ্ঞতা’ জানিয়ে দিদির সাথে থাকার বার্তা দিয়ে মানববন্ধনে তৃণমূলের মহিলা সংগঠন। সোমবার রাজ্য জুড়ে মানববন্ধনের ডাক দেওয়া হয় তৃণমূলের মহিলা সংগঠনের পক্ষ থেকে। বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ সাংঠনিক জেলা মহিলা তৃণমূলের পক্ষ থেকে মানববন্ধনের মধ্যে দিয়ে দলনেত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানান হল।

TMC Mahila Morcha বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী ফতেমা খাতুন বলেন, “মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য অনেক কিছু করেছেন। অনেক প্রকল্প চালু করেছেন। আমরা মহিলারা সেই জন্যই কৃতজ্ঞতা জানাতে রাস্তায় নেমেছি”।  এদিন দুপুরে বহরমপুর টেক্সস্টাইল কলেজ মোড়ে হাতে হাত রেখে মানববন্ধনের সামিল হন মহিলা তৃণমূলের পাশাপাশি জেলা তৃণমূলের নেতারাও। আরজিকর ইস্যুর মাঝেই কর্মীদের মনোবল বারাতেই মহিলা সংগঠনকে সামনে রেখে পথে থাকতেই তৃণমূলের এই কর্মসূচী বলে রাজনৈতিক মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now