পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলায় ২৫০ পঞ্চায়েতের মধ্যে ১৪০ এরও বেশি পঞ্চায়েতে বোর্ড গঠন নিশ্চিত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৫৫৯৩ টি আসনের মধ্যে 2538 আসনে জিতেছে তৃণমূল, এগিয়ে আছে 76 আসনে। 495 আসনে জিতেছে বিজেপি। 494 আসনে জিতেছে সিপিআই(এম)। 1008 আসনে জিতেছে কংগ্রেস, 40 আসনে এগিয়ে কংগ্রেস। ২৬ আসনে এগিয়ে আরএসপি। 191 আসনে জিতেছে নির্দল প্রার্থীরা । রাজনৈতিক সূত্রে খবর ২৫০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০ টি গ্রাম পঞ্চায়েত পাওয়া নিশ্চিত করে ফেলেছে তৃণমূল। ৪৬ টি গ্রাম পঞ্চায়েত পেতে পারে বাম কংগ্রেস, ৫ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পারে বিজেপি। ৪৪ টি গ্রাম পঞ্চায়েতে কোন দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। ২৬ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২ টি পঞ্চায়েত সমিতির দখল নিশ্চিত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস
মুর্শিদাবাদে ১৪০’এর বেশি পঞ্চায়েত একাই পাচ্ছে তৃণমূল । বিঁধছে কাঁটাও
Published By: Madhyabanga News |
Published On:
