Nabagram MLA Kanaichandra Mondal: ফের বেসুরো হওয়া আটকাতে কানাইকে লাগাম? শোকজ তৃণমূলের, ৩ দিনে জবাব তলব

Published By: Imagine Desk | Published On:

তৃণমূলের জঙ্গীপুর সাংগঠনিক জেলা সভাপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ বেসুরো কানাই মণ্ডলকে Kanaichandra Mondal লাগাম টানার চেষ্টা তৃণমূলের। মুর্শিদাবাদের Murshidabad নবগ্রামের বিধায়ককে শোকজ করা হল। ৩ দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ নেতৃত্বের। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই শোকজ। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি চিঠি দিয়ে শোকজ করেছেন। সাংগঠনিক জেলার সভাপতিকে নিয়ে মন্তব্য করেছিলেন। কেন তিনি ওই মন্তব্য করলেন? সেক্ষেত্রে দলের অনুমোদন নেই। জঙ্গীপুর সাংগঠনিক জেলার সভাপতিকে নিয়ে প্রকাশ্যে বিরুপ মন্তব্য করেন একাধিক নেতা। তা নিয়ে দলকে অস্বস্তির মধ্যে পড়তে হয়। এর আগে তৃণমূল ভবনে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছিল।

Kanaichandra Mondal

Nabagram MLA Kanaichandra Mondal সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, কানাই মণ্ডল বলছেন, কী দাম আছে প্রেসিডেন্টের? ওরকম প্রেসিডেন্ট মেলা আছে? আরও কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। তিনি তৃণমূলের জঙ্গীপুর সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট খলিলুর রহমানকে উদ্দেশ্য করে ওই মন্তব্য করেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ Kolkata Sairang Express: কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে স্বাগত জানাতে বহরমপুর স্টেশনে জনজোয়ার

Nabagram MLA Kanaichandra Mondal উল্লেখ্য, এর আগে কানাই মণ্ডল বারবার বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন। এই প্রতিবেদন আপলোড করা পর্যন্ত এই বিষয়ে কানাই মণ্ডল বা খলিলুর রহমানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।