রেজিনগরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:  রবিবার রাতে   মুর্শিদাবাদে  রেজিনগরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল  ঘিরে ছড়াল উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হল  রেজিনগরের নাজিরপুরে ।  রবিবার রাতে রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর ঘনিষ্ট ইউসুফ সেখের বাড়িতে যায় পুলিশ। সেই সময়ই ছড়ায় উত্তেজনা।  ইউসুফ সেখের পরিবারের দাবি, তারা  বিধায়ক ঘনিষ্ট হওয়ায় বাড়িতে চড়াও হয়েছে পুলিশ। করা হয় দুর্ব্যবহার।

রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামী ও বেলডাঙ্গা ২  ব্লক তৃণমূল সভাপতি আতাউর রহমান গোষ্ঠীর তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় ১৫ দিন আগে। বিধায়ক ঘনিষ্ট গোষ্ঠীর অভিযোগ, সেই সময় আক্রান্ত হয়েছিলেন বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামী ইউসুফ সেখ। এই ঘটনায় ব্লক তৃণমূল সভাপতি আতাউর রহমানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে ।

 

রবিবার রাতে  নাজিরপুরে ইউসুফের বাড়িতেই  যায় পুলিশ । অভিযোগ সেই সময়ই পুলিশের সাথে বচসা বাঁধে এলাকার বাসিন্দাদের। এই ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়। নাজিরপুরের গ্রামবাসীদের দাবী, তাঁরা বিধায়কের অনুগামী তাই ব্লক সভাপতি নির্দেশে গ্রামে আসে পুলিশ। ইউসুফ সেখের স্ত্রো নাসরিন খাতুনের দাবি, দুর্ব্যবহার করেছে পুলিশ। এরপরেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।  এখনও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে গ্রামে।  তবে  তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে পুলিশ জড়াচ্ছে কেন ? প্রশ্ন বিরোধীদের।

যদিও  বেলডাঙা ২ ব্লক তৃণমূল ব্লক তৃণমূল সভাপতি আতাউর রহমানের দাবি, পুলিশ পুলিশের কাজ করেছে, তিনি এই ঘটনার সাথে জড়িত নন বলেও দাবি করেছেন আতাউর। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী অবশ্য পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন। বিধায়কের দাবি, রেজিনগর থানার ওসি’র আচরণ ভালো ভাবে দেখছেন না রেজিনগরের মানুষ। পুলিশ কোন এক পক্ষের কথা শুনে চলছে বলেও দাবি করেছেন রবিউল আলম চৌধুরী।