নিজস্ব সংবাদদাতা, কান্দি, ২৫ অক্টোবরঃ দশমীর রাতে তৃণমূলের দুই পক্ষের মারপিট, তান্ডববে ঘুম ছুটল কান্দির মানুষের। কান্দির রূপপুরে তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক , কান্দির নির্দল কাউন্সিলার গুরুপ্রসাদ মুখার্জির বাড়িতে তান্ডব, ভাঙচুরের অভিযোগ তৃণমূলেরই কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, উঠেছে পাশেই ১০ নম্বর ওয়ার্ডে একটি প্যান্ডেলে ভাংচুরেরো । কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসনন মুখার্জির দাবি , মদ্যপ অবস্থায় বাড়িতে হামলা চালায় দলের কর্মীরাই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতেই কান্দি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন কান্দির তৃণমূল নেতাকর্মীরাই । এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে ভর্তি কান্দি মহকুমা হাসপাতালেো । রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দল থেকেই এই ঘটনা । গুরুপ্রসন্ন মুখার্জির অনুগামীদের দাবি, কান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারে সুকন্যা ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষের নেতৃত্বে ১০ নম্বর ওয়ার্ডের একটি পুজো মণ্ডপে চালানো হয় তান্ডব। এরপর গুরুপ্রসন্ন মুখার্জির বাড়িতে হামলা হয় বলে উঠেছে অভিযোগ।