এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

দশমীর রাতে তান্ডব কান্দিতে, কাউন্সিলারের বাড়িতে ভাঙচুর, তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে ছুটল ঘুম

Published on: October 25, 2023

নিজস্ব সংবাদদাতা, কান্দি, ২৫ অক্টোবরঃ  দশমীর রাতে তৃণমূলের দুই পক্ষের মারপিট, তান্ডববে ঘুম ছুটল কান্দির মানুষের।  কান্দির রূপপুরে  তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক , কান্দির নির্দল কাউন্সিলার গুরুপ্রসাদ মুখার্জির বাড়িতে তান্ডব, ভাঙচুরের অভিযোগ তৃণমূলেরই কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, উঠেছে পাশেই  ১০ নম্বর ওয়ার্ডে একটি   প্যান্ডেলে ভাংচুরেরো । কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসনন মুখার্জির দাবি , মদ্যপ অবস্থায় বাড়িতে হামলা চালায় দলের কর্মীরাই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতেই কান্দি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে  নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন কান্দির তৃণমূল নেতাকর্মীরাই ।  এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে ভর্তি কান্দি মহকুমা হাসপাতালেো । রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দল থেকেই এই ঘটনা । গুরুপ্রসন্ন মুখার্জির অনুগামীদের দাবি, কান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারে সুকন্যা ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষের নেতৃত্বে ১০ নম্বর ওয়ার্ডের একটি পুজো মণ্ডপে চালানো হয় তান্ডব। এরপর গুরুপ্রসন্ন মুখার্জির বাড়িতে হামলা হয় বলে উঠেছে অভিযোগ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now