TMC দলেরই সভাপতি, যুব সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে ফের খবরের শিরনামে বিতর্কিত নেতা হুমায়ুন কবীর। ১৫ ই জুলাই, সালারে প্রস্তুতি সভা মঞ্চ থেকেই তোপ দাগেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর Humayun Kabir। হুমায়ুনের নিশানায় বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভীষ্মদেব কর্মকার। সভা মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছোড়েন হুমায়ুন। ১৫ ই আগস্ট পর্যন্ত সংযত থাকার চেতাবনিও দেন। ‘অল আউট’ লড়াইয়ের ডাক দেন।
TMC সালারে সভার পরের দিন বুধবার বহরমপুরে ব্যারাক স্কোয়ার চত্বরে চায়ের কাঁপে চুমুক দিয়ে হুমায়ুন ছিলেন স্বমহিমায়। এদিনও হুমায়ুনের হুঙ্কার অব্যাহত। নিজের মন্তব্যে অটুট থাকেন, নিশানায় ডেভিড, ভীষ্ম। যুব নেতাকে টার্গেট করে হুমায়ুন বলেন, ‘২১ শে জুলাইকে সামনে রেখে নিশ্চয়ই প্রোগ্রাম করবে। যে মঞ্চে ডাকা হল সেই মঞ্চে বিধানসভার দুজন ব্লক সভাপতিকে বসিয়ে দেওয়া হল।’ হুমায়ুনের প্রশ্ন- সে যদি মাদারেরই ব্লক সভাপতিদের নিয়ে প্রোগ্রাম করবে তাহলে বেলডাঙ্গা ১, ২ হরিহরপাড়া, জলঙ্গি, ডোমকল, ভগবানগোলা, এইসব ব্লক সভাপতিরা কেন সেখানে প্রেসেন্ট ছিল না? ‘ এরপরেই ষড়যন্ত্রের অভিযোগে হুমায়ুনের বিস্ফোরক অভিযোগ- ‘ সে শুধু আমার সঙ্গে যাদের বিরোধ , ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বাক্যালাপ নেই তাদেরকে ডেকে নিয়ে এরা কী ব্যাখ্যা দিতে চাইছে? যারা আমার বিরোধী তাদের আমার বিরুদ্ধে অক্সিজেন দিয়ে জেলা সভাপতি ও যুব সভাপতি দুজনেই এই ম্যাসেজ দিচ্ছে। আমি এটাই বলেছি।’
TMC নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?
TMC হুমায়ুনের বিস্ফোরক মন্তব্যের পরেই Murshidabad জেলায় তৃণমূলের TMC নয়া সমীকরণের ইঙ্গিত? বুধবারই বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে বসে হুমায়ুন কবীরের পাশে দাঁড়ালেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা হরিহরপাড়ার বিধায়ক নিমায়ত সেখ। বুধবার জেলা তৃণমূল কংগ্রেস ভবনে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী, রাজ্য তৃণমূল সম্পাদক শাওনি সিংহ রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য বিধায়ক নেতৃত্বকে পাশে বসিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নিয়ামত সেখ।
TMC বহরমপুরে ২১শে জুলাইয়ের যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় হুমায়ুন কবীরকে অপমান করা হয়েছে বলে মত নিয়ামতের। তিনি বলেন, ‘যে সব ষড়যন্ত্র করছে তা আমরা মেনে নেব না। যেই হোক না কেন আমি যতক্ষন আছি ছাড়বো না। হুমায়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ১০০ বার। নিয়ামত সেখ আরও বলেন, ‘ গোষ্ঠীদ্বন্দ্ব নেই তা বলবো না সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এটা আজকে নয় আমি চেয়ারম্যান হওয়ার পরে নয় অনেক আগে থেকে চলছে। গোষ্ঠীদ্বন্দ্ব ভাঙতে হবে, গোষ্ঠীদ্বন্দ্ব করলে আমাদের অসুবিধা আছে দলের পক্ষ থেকে। সব ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কোন ব্লক নেই! কয়েক দিন হল দায়িত্ব দিয়েছে আমাকে। বলা হয়নি কোন ফর্মুলায় চলব। নেতৃত্ব যে ভাবে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে সেই ভাবে কাজ করব। আমি বলব যারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের ব্যাপারে চিন্তাভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিৎ।’
TMC বহরমপুর- মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভীষ্মদেব কর্মকার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোন মন্তব্য করতে চাননি। এদিন জেলাতেও উপস্থিত ছিলেন না জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার।