TMC Foundation Day ১লা জানুয়ারী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress )। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়েও প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের ।

TMC Foundation Day মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। মনিষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব।

TMC Foundation Day ১৯৯৮ এর ১লা জানুয়ারী প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress )। দেখতে দেখতে ২৮ বছর। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। প্রায় ১৫ বছর ধরে রাজ্যে শাসন করছে তৃণমূল।
TMC Foundation Day এদিন জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান জানান, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। গ্রামের রাস্তা থেকে পানীয় জল প্রকল্প। স্বাস্থ্য থেকে শিক্ষা সবই উন্নয়ন ঘটেছে। উন্নয়নের পাঁচালি প্রকাশ করা হয়েছে। রিপোর্ড কার্ড তুলে ধরা হবে মানুষের কাছে। দলীয় কর্মীরা মানুষের পাশে থাকবে। ২০২৬ এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠান থেকে শপথ নিলেন দলীয় নেতৃত্বরা।















