TMC Farakka ভাঙন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

Published By: Madhyabanga News | Published On:

TMC Farakka  গঙ্গার ডাউন ও আপ স্টিমে ১২০ কিলোমিটার পার রক্ষণা-বেক্ষণের দায়িত্ব ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে অর্পণের দাবিতে তৃণমূল কংগ্রেস পাঁচ দিন ধরে টানা ধর্নায় বসেছিল । বৃহস্পতিবার, ধর্নার শেষ দিনে রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আন্দোলনে অংশ নেন। কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি না মানলে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দেন তিনি। সেচ প্রতিমন্ত্রী বলেন,  “ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে গঙ্গার ১২০ কিলোমিটার পার রক্ষণা-বেক্ষণের দায়িত্ব নিতে হবে। যদি কেন্দ্র আমাদের দাবি না মানে, তবে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।” এই দিন ধর্নায় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, মালদা ও মুর্শিদাবাদের তৃণমূল বিধায়করা এবং দলের অন্যান্য নেতারা অংশগ্রহণ করেন। ধর্নার শেষ দিনে তৃণমূল নেতৃত্ব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন এবং বিক্ষোভ মিছিল করেন।

জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন,   “ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাদের দাবিগুলি পূরণ করতে হবে। কেন্দ্র যদি আমাদের আবেদন না মানে, তবে আমরা পরবর্তীতে আরও তীব্র আন্দোলন গড়ে তুলব।” এই দিন তৃণমূলের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণের উপর জোর দেওয়া হয়।