রানিনগরে মনোনয়ন ঘিরে অশান্তি রানিনগরে। বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রানিনগরঃ মনোনয়নের তৃতীয় দিনেও উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর।  রানিনগরে ১৪৪ ধারা ভেঙে  মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা । ব্লক অফিসের অদূরেই বাধে  বাম কংগ্রেস সঙ্গে তৃণমূলের মধ্যে  সংঘর্ষ। কংগ্রেসের একজন কর্মীকে আটক পুলিশের । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যাপক লাঠি চার্জ পুলিশের। কংগ্রেস কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। পাল্টা তৃণমূলের কর্মীরা রাস্তায় মিছিল শুরু করেন । রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরাও ।  পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লাঠি চার্জ করতে হয়।

এদিন সকালেই রানিনগর ২ ব্লকের রানিনগর বাজারে  অবরোধ শুরু করে বাম কংগ্রেস। কংগ্রেস নেতাদের দাবি, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এক কংগ্রেস নেতাকে। সেই অবরোধ সরিয়ে দেয় পুলিশ। পাশ থেকে তৃণমূলের মিছিল যাওয়ার সময় ছড়ায় উত্তেজনা । বাম, কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে তৃণমূল। রাস্তা অবরোধের চেষ্টা করে তৃণমূলও। দুই পক্ষকে সরাতে লাঠিচার্জ করে রানিনগর থানার পুলিশ।