TMC Block President: নতুন ব্লক সভাপতি “বহিরাগত”, “বেটিং মাস্টার” ! ভগবানগোলায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই ভগবানগোলায় বিক্ষোভে রাস্তায় নামলেন তৃণমূল কর্মীরা। বুধবার সন্ধেয় ভগবানগোলা এক নম্বর ব্লক সভাপতি হিসেবে আহসানুর রহমানের নাম ঘোষণা হয়। তার পরেই রাতে দলের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ । দলের অফিসে তালাও লাগিয়ে দেন দলের কর্মীরা। এদিন সকালেও দলীয় কার্যালয়ে যান বিক্ষুব্ধরা। কোন বিক্ষোভ বরদাস্ত করা হবে না বলেই জানান ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি। ইদ্রিস আলি বলেন, যাদের ব্লক সভাপতি করা হয়েছে, ঠিকই করা হয়েছে। আমি সমর্থন করছি। দলের সিদ্ধান্ত মানতেই হবে। কিছুদিন আগেই দলের কর্মীদের একাংশ বিক্ষোভ দেখিয়েছিলেন ইদ্রিস আলির বাড়িতে। সেই বিক্ষোভে ছিলেন কুঠিরামপুরের তৃণমূল নেতা মোস্তাফা সেখ । সেই মোস্তাফাকেও এদিন দেখা গিয়েছে নতুন ব্লক সভাপতির কাছে। বিক্ষুব্ধদের দাবি, আহসানুর রহমান বহিরাগত। ভগবানগোলায় শ্বশুরবাড়িতে থাকেন তিনি। ওই তৃণমূল নেতা আইপিল’এর বেটিং’এর সাথে যুক্ত বলেও অভিযোগ করেন বিক্ষুব্ধরা। আরো অভিযোগ, অন্যদল থেকে এসে নেতা হয়েছেন তিনি। পেশায় প্রাথমিক শিক্ষক আহসানুর রহমান স্কুলে যান না বলেও অভিযোগ করেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। নতুন ব্লক সভাপতি আহসানুর রহমান (বাপন) বলেন, আমার আগে যারা ব্লক সভাপতি ছিলেন তাদের কাজকেই এগিয়ে নিয়ে যাব। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।