‘ফুলে ফুলে ঢলে ঢলে’ কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে স্বাগত জানাতে মুর্শিদাবাদ ষ্টেশনে তৃণমূল ও বিজেপির ধুন্ধুমার
নিজস্ব প্রতিনিধিঃ রেলের সঙ্গে রাজনীতির যোগাযোগ ওতপ্রোত। রেলের জন্যে আমাদের দেশে আলাদা সরকারি বাজেট হতো। বাজেটের পর বিভিন্ন পার্টি তাঁদের লাইন অনুযায়ী বঞ্চনার অভিযোগ তুলতেন। ট্রেন চালু হলে তাঁদের কৃতিত্ব জাহির করতেন। এই নিয়ে চাপান উতোর চলতেই থাকত। এখন অবশ্য আলাদা রেল বাজেট হয় না। তবে এখনও যোগাযোগ ব্যবস্থায় রেল হল লাইফ লাইন। মানুষের রেলের প্রতি তাই প্রচুর দাবি। মানুষের নাড়ি বুঝে রাজনীতির নেতারাও তাই রেল নিয়ে হইহল্লা করেন। সে অনেক আগে লালুপ্রসাদ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তর্ক একসময় পথে ঘাটে সাড়া ফেলেছিল। সেই ট্র্যাডিশন সমানে চলছে। এবার কলকাতা-সাইরং এক্সপ্রেস (Kolkata Sairong Express) নামে নতুন ট্রেন চালু হওয়াকে ঘিরে রবিবার তৃণমূল TMC ও বিজপি BJP কর্মীদের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হল।
TMC BJP Clash at Murshidabad Rail Station মুর্শিদাবাদ Murshidabad ষ্টেশনে তৃণমূল নেতারা দাবি করলেন, এই ট্রেন চালু হওয়া তাঁদের লড়াইয়ের ফল। বহরমপুরে বিজেপির দাবি, তাদের সরকার চালু করল। কলকাতা- সাইরং এক্সপ্রেসকে স্বাগত জানাতে গিয়ে মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি-তৃণমূলে ধুন্ধুমার বাঁধল।
আরও পড়ুনঃ Kolkata Sairang Express: চলতে শুরু করল মিজোরাম থেকে কলকাতা ট্রেন, কাল দুপুর ১ টায় থামবে বহরমপুরে
TMC BJP Clash at Murshidabad Rail Station কলকাতা থেকে বহরমপুর হয়ে মিজোরাম পর্যন্ত এই ট্রেনকে ঘিরে প্রচুর আশা। ওই ট্রেনে বহরমপুর থেকে সোজা উত্তরবঙ্গ হয়ে কামাখ্যা যাওয়া যাবে। নয়া এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানাতে এদিন আগে থেকেই মুর্শিদাবাদ স্টেশনে (Murshidabad Station) উপস্থিত ছিলেন তৃণমূল ও বিজেপি নেতা-কর্মীরা। রবিবার দুপুরে নশিপুর রেলব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশনে ঢোকে কলকাতা- সাইরং এক্সপ্রেস। সেই সময় স্টেশন চত্বরে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কর্মীরা। চলে স্লোগান, পাল্টা স্লোগানও। বিজেপির পক্ষ থেকে স্টেশনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সেখানে দেখা যায় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিত ধরকে। ট্রেন বেরিয়ে যাওয়ার পরেও দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়ায়।