এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

TMC ভরতপুর কান্ডে আটক তৃণমূল সদস্যের স্বামী

Published on: July 24, 2025

TMC  মুর্শিদাবাদের ভরতপুরে খুন তৃণমূল কর্মী। সেই খুনের অভিযোগে আটক  তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজাও।
বুধবার ভরতপুর থানার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সেহলায় এলাকায় খুন হন ষষ্ঠী ঘোষ নামের এক তৃণমূল কর্মী।

TMC  সেহলায়ে নদীর বাঁধের উপর ওই ব্যক্তিকে বাইকে থেকে নামিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই খুনের তদন্তে নেমে ভরতপুর থানার পুলিশ আটক করেছে  আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মৌসুমী ঘোষের স্বামী মিহির ঘোষ সহ দুই ব্যক্তিকে । জানা গিয়েছে,  ওই এলাকায় সঞ্জয় ঘোষ নামের কংগ্রেস কর্মী খুন হন দীর্ঘদিন আগে। সেই ঘটনার পাল্টা এই খুন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন ঘটনা ? তদন্ত করে দেখছে পুলিশ।

TMC  ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্বীকার করেছেন, যিনি খুন হয়েছেন ও যারা খুন করেছেন তাঁরা দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত। খুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। হুমায়ুন কবির বলেছেন, যিনি খুন হয়েছেন তিনি তৃণমূল করেন। যারা খুন করেছে তাঁরাও তৃণমূল করে । তবে ব্যক্তিগত কারণে এই খুন। ব্যবসা সংক্রান্ত বিবাদ থাকতে পারে। এর মধ্যে কোন গোষ্ঠী কোন্দল নেই। বহরমপুরের কংগ্রেসের প্রাক্তন সাংসদ   অধীর চৌধুরীর কটাক্ষ, তৃণমুলের গোষ্ঠী কোন্দলে এরকম ঘটতেই থাকবে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now