এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

TMC’র গোষ্ঠীকোন্দলের জেরেই গৌতমের উপর হামলা রঘুনাথগঞ্জে, দাবি BJP’র

Published on: June 28, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রঘুনাথগঞ্জে তৃণমূল নেতার TMC উপর হামলার ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। মঙ্গলবার বিকেলে রঘুনাথগঞ্জ Raghunathganj থানার অজগরপাড়া মোড়ে তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে হামলার ঘটনায় ছড়াল উত্তেজনা। এদিন বিকেলে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষের গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। গৌতমের দাবি, এদিন তালাইয়ের মোড়ে হুমকি দেওয়া তার ভাইকে। হেনস্থাও করা হয়। সেই খবর পেয়ে অজগরপাড়া পৌঁছাতেই হামলা করা হয় তার উপরও । তৃণমূল নেতার দাবি, অজগরপাড়ায় তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজিও চালানো হয়। কোন মতে প্রাণে বাঁচেন তিনি।
ঘটনায় বিজেপি’র দিকে আঙুল তুলেছেন গৌতম ঘোষ। গৌতম বলেন, যারা এসেছিলেন তারা তৃণমূল করেন না, তারা বিজেপি করেন।
বিজেপি BJP দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয়য় ঘোষের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই বোমাবাজির ঘটনবা ঘটেছে অজগরপাড়ায়। তৃণমূল ব্লক সভাপতির ভাই বালির ব্যবসার সাথে জড়িতে। বালি পাথরের ব্যবসার বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে। বিজেপি নেতার দাবি, পুলিশের উপস্থিতিতেই ঘটনা ঘটেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now