SSC Teacher Recruitment Exam 2025: এয়ারপোর্টে বিদেশ যাত্রার আগে সিকিউরিটি চেক নয়, হবু শিক্ষকদের SSC পরীক্ষা!

Published By: Imagine Desk | Published On:

কড়া নিরাপত্তায় শুরু এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদনঃ আজ রবিবার, সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলায় ৫৮ টি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষা। সকাল থেকেই জেলা জুড়ে চূড়ান্ত ব্যস্ততা। জেলায় মোট পরীক্ষার্থী ৯ হাজার ৬৩০ ( বাদ ৬২ জন দাগী পরীক্ষার্থী)। বহরমপুর শহরে ২১ টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। দুপুর ১২ টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের কড়া পরীক্ষার মধ্যে যেতে হয়। নাকাল হতে হয় হবু শিক্ষকদের! যে ঘটনায় অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। আবার অনেকেই বলেছেন খারাপ লাগলেও স্বছতার জন্যে মেনে নিচ্ছি। এসএসসির গত নিয়োগ পরীক্ষাতে বিতর্ক হয়েছে। বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষকের চাকরি। ২০১৬ সালের পরে এতদিনে এসএসসির নিয়োগ পরীক্ষা হচ্ছে রাজ্যে। তাই এই কড়াকড়ি বলে মনে কড়া হচ্ছে। এসএসসি আগেই জানিয়েছিল স্বচ্ছতার জন্যে পদক্ষেপ করা হবে। তবে তা করতে গিয়ে যেভাবে পরীক্ষার্থীদের উপরে হাত তুলে পরীক্ষা করা হয়েছে তাতে উষ্মা প্রকাশ করেছেন অনেকে। দেখে মনে হতে পারে মিলিটারি চাকরির জন্যে লাইন দিয়ে শারীরিক পরীক্ষা হচ্ছে। এয়ারপোর্টে বিদেশ যাওয়ার এভাবে পরীক্ষা করার মিল পেয়েছেন অনেকে।

SSC Teacher Recruitment Exam 2025: এদিন বহরমপুরে পরীক্ষার্থী পৃথা চক্রবর্তী বলেন, আমি ২০১৬ সালের চাকরি পাওয়া প্রার্থী। এবার আবার পরীক্ষা দিচ্ছি। বুঝতেই পারছেন মনের অবস্থা! আর কিছু বলতে চাইছি না। পরীক্ষার্থী মুকুলেশ্বর রহমান বলেন, এবার প্রথম পরীক্ষা দিচ্ছি। টেনশন হচ্ছে। হরিহরপাড়া থেকে এসেছি। স্বচ্ছ পরীক্ষা হবে।

See also  দুর্বল প্রধানমন্ত্রীর জন্যই চিনের সাহস অধীর চৌধুরী