নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ দাহ করে বাড়ি ফেরার পথে শনিবার রাতে পাথর বোঝাই ট্রাকটের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। মৃতদের বাড়ি বীরভূমের নলহাটির পাইকপাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শবদহ দাহ করে বাড়ি ফিরছিলেন নলহাটির ৪০ জন বাসিন্দা। রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়কের বাড়ালা মোড়ে বীরভূমের দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শ্মশান যাত্রীদের পিক আপ ভ্যানের। ঘটনাস্থলেই তিন জন শ্মশান যাত্রী মারা যান। গুরুতর আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু তিন শ্মশান যাত্রীর
Published By: Madhyabanga News |
Published On: