এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ফারাক্কায় ই-কমার্স হাবে চুরি, সিসিটিভি দেখে পাকরাও চোর

Published on: December 19, 2023

নিজস্ব সংবাদদাতা, ফারাক্কাঃ মাথায় চাদর মুড়ি দিয়ে ঢুকে পড়ল চোর। এরপরে চলল হাতসাফাই। সিসিটিভিতে এমন ছবিই ধরা পড়ল ফারাক্কার ই-কমার্স হাবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কা থানার আলিনগর এলাকায়। সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে ওই দুই চোরের কীর্তি।

সংস্থা সূত্রের খবর, সোমবার গভীর রাতে আলিনগর এলাকায় একটি ই-কমার্স সংস্থার অফিসে দুই চোর। মুখ ছিল চাদরে ঢাকা। দেওয়ালে গর্ত করে ঘরে ঢুকতে দেখা যায় তাঁদের। এরপর ই-কমার্স সংস্থার একের পর এক ব্যাগ কেটে সেখান থেকে বিভিন্ন জিনিস তাঁরা পকেটগত করতে থাকে। এই ঘটনার কথা জানতে পারেন অফিসের নিরাপত্তারক্ষী।

স্থানীয়দের তৎপরতায় সিসিটিভি ফুটেজ দেখে হাতে নাতে ধরা পরে দুই চোর। ফারাক্কা পুলিশ এসে ওই দুজনকে আটক করে। কী কী চুরি গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now