মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ২০২৩ সালের ১৪ই জুলাই দুপুর ঠিক ২টো ৩৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চাঁদের উদ্দেশ্যে পারি দিয়েছিল চন্দ্রযান-৩। অবশেষে ১ মাস ৯ দিন বাদে চাঁদের মাটিতে পদার্পণ করল চন্দ্রযান-৩। ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করল চন্দ্রযান।
ভারতের এই বিরাট সাফল্যে সারা দেশের পাশাপাশি উচ্ছ্বাস দেখা গেল বহরমপুর শহরের আইসিআই স্কুলেও। সেখানে স্কুল ক্যাম্পাসে শিক্ষক-পড়ুয়া সকলে একসাথে বসে সাক্ষী থাকল এই ঐতিহাসিক মুহূর্তের। গোরাবাজার আইসিআই স্কুলের প্রধান শিক্ষক ডঃ জয়ন্ত দত্ত জানান, আগামী দিনে এই ছাত্রদের মধ্যেই কেও কেও বিজ্ঞানী হতে পারে। তাদের মধ্যে আরও উৎসাহ বাড়ানোর জন্যে, আজ এই উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।