অনুপনগরের মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির গতি মেপে গেলেন স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা,শমসেরগঞ্জঃ রাজ্যের গ্রামীণ স্বাস্থ্যক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রসব সাফল্যে নাম কিনেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জের অনুপনগর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। তাও অনেক বছর হয়ে গেল। সেই কৃতিত্বেই ২০১৮ সালের গোড়ায় এই স্বাস্থ্যকেন্দ্রেই তিনশো শয্যার মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু অর্থ বরাদ্দ হয়েও ডিপিআর বা ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি না হওয়ায় সেই হাব তৈরির কাজ পিছিয়ে যায়। পরবর্তী সময় কোভিডের কারণে বন্ধ থাকার পর নতুন করে টেন্ডার করে ফের শুরু হয়েছে সেই হাব তৈরির কাজ। বুধবার স্বাস্থ্যদপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য, রাজ্য পরিবার পরিকল্পনা দপ্তরের আধিকারিক ডাঃ অসীম দাশ মালাকার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল ও পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের কর্তাব্যক্তিরা সেই কাজের গতি প্রকৃতি সরেজমিনে দেখতে এসেছিলেন। সূত্রের দাবি, হাব তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন বিশেষ সচিব। ওই হাসপাতালের উল্টোদিকে তৈরি হচ্ছে একশো শয্যার কোভিড হাসপাতালও। স্বাস্থ্য কর্তারা ওই হাসপাতালও পরিদর্শন করেন।