মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ পাঁকের ফুল পদ্ম। কিন্তু এই পদ্মর কদর বেড়ে বাজার ফুলে ফেঁপে ওঠে দুর্গাপুজোর সময়। কারণ রাত পোহালে অষ্টমী। আর অষ্টমীর সন্ধি পুজোর অন্যতম প্রধান উপকরণ গোলাপি রঙা ১০৮ টি পদ্ম। যা দুর্গা মায়ের চরণ সাজাতে লাগবে। চাহিদা বাড়লেও জোগান নেই। তাই তো শনিবার মহাসপ্তমীতে শহর বহরমপুরেএকটি পদ্মের দাম উঠল প্রায় ৫০ টাকা। পুজোয় বাংলা জুড়ে প্রায় এক কোটি পদ্মের চাহিদা থাকে। তবে শুধু পদ্ম নয়। নীল অপরাজিতা-সহ অন্যান্য ফুলের দামও বেশ চড়া।
আসলে নিম্নচাপের জেরে একাধিক জেলায় বন্যা ও বর্ষণজনিত কারণে জলাশয়ে থাকা পদ্ম নষ্ট হয়ে গিয়েছে। ফলে বিভিন্ন জেলা থেকে আসা পদ্ম হিমঘরে যে মজুত রাখা হবে তার উপায়ও বিশেষ ছিল না। তাই পদ্মের দাম চড়া। শহরের একটি প্রখ্যাত ফুলের দোকান মালিক মঞ্জু সাহা বলেন, দুর্গাপুজোর জন্য দামটা একটু বেশি। এই সময়ে ভালোই ইনকাম হয়। সারা বছর তো খুব একটা পদ্মের বিক্রি হয় না। তাই এই সময়ে একটু বেশি দাম রাখতেই হয়।