মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ দেবী আসছেন এই অপেক্ষাটা যতটা মধুর। ততটাই বেদনাদায়ক দেবী দুর্গার বাড়ি ফিরে যাওয়ার সময়। অবশেষে উমার ফিরে যাওয়ার সময় হয়ে এল। অর্থাৎ আজ দশমী এবং এই মন খারাপের দিনেও আরও এক বছরের অপেক্ষা নিয়ে দিন গুনবে বাঙালি। পাশাপাশি আরও এক বছরের অপেক্ষা কাশিমবাজার রায়বাড়ির পুজোর। এখানে দেবী দুর্গা সেজে ওঠেন সাবেকি আদবকায়দায়।
রাজকীয় আলো ও আবহে রাজপ্রাসাদ থেকে চণ্ডী মণ্ডপের নতুন সাজ। অবশেষে আজ তার অন্তিম দিন কিছু মুহূর্তের অপেক্ষা তারপরই বিসর্জন। হঠাৎ নিস্তব্দ হয়ে যাবে গোটা রায়বাড়ি। আবার এক বছর পর দেখা যাবে জন সমাগম।
রায় পরিবারের সদস্য সুপ্রিয়া রায় জানান, ‘সারাবছর আমরা কলকাতায় বসে শুধু মাত্র এই দিনটার অপেক্ষা করি। উমা আসবেন এবং আমরা পরিবারের সবাই মিলে আসব আমাদের এই বাড়িতে। হ্যাঁ, একটু কষ্ট থেকেই যায় মা চলে যাবেন আবার আসবেন এক বছর পর। তাও এটাই ভালোলাগা যে উনি পরের বছরই আবার আসবেন।’
সমস্ত রীতি মেনে সম্পন্ন হল কাশিমবাজার রায়বাড়ির পুজো। ২০২৩ সালে এসেও বদলায়নি পুজার রেওয়াজ। ঐতিহ্য ও বনেদিয়ানায় ভর করেই সিংহ বাহিনী দেবী দুর্গা পূজিত হন রাজবাড়ির ঠাকুর দালানে। দশমীর দিন হিন্দু শাস্ত্র মেনে সিঁদুর খেলায় মাতলেন রায় বাড়ির সদস্য থেকে শুরু করে রায় বাড়ির অতিথিরাও। এছাড়াও আগত দর্শনার্থীরাও যোগদান করলেন এই ঐতিহাসিক মুহূর্তের