মারধর-অবস্থানের পর! বড়ঞা বিডিও অফিসে ‘বি-ফর্ম’ জমা দিল কংগ্রেস

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বড়ঞাঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে বড়ঞা বিডিও অফিসে বৃহস্পতিবার বি-ফর্ম জমা দিল কংগ্রেস নেতৃত্ব। এদিন কান্দি থেকে পুলিশ বাহিনী কংগ্রেস নেতৃত্বকে কড়া নিরাপত্তায় বড়ঞা ব্লক অফিসে নিয়ে যায় এবং সেখানে বৃহস্পতিবার নির্বিঘ্নেই বি-ফর্ম জমা দেন কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, গত মঙ্গলবার বড়ঞা ব্লক অফিস চত্বর থেকে কংগ্রেস প্রার্থীদের প্রতীক নিশ্চিতকরণের, বি-ফর্ম জমা দিতে যাওয়ার সময় কংগ্রেস মহকুমা সভাপতি সাফিউল আলমের হাত থেকে ফর্মভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁধা দিতে গেলে আক্রান্ত হন বড়ঞা কংগ্রেসের ব্লক সভাপতি আজাদ মল্লিক সহ মহকুমা সভাপতিও।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকেই ব্লক অফিসের সামনে ধর্নায় বসেন অধীর চৌধুরী । টানা ২৪ ঘণ্টা সেখানে ধর্নায় থাকেন অধীর। এরপরই হাইকোর্টে মামলা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। বুধবার হাইকোর্টের বিচারক বড়ঞায় সি.আর.পি.এফ-এর উপস্থিতিতে বি-ফর্ম জমা নেওয়ার নির্দেশ দিলে অবস্থান তুলে নেয় কংগ্রেস। সি.আর.পি.এফ না থাকলেও এস.পিকে পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি। তারপরে বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে নতুন করে বি-ফর্ম জমা দেওয়া হয় বড়ঞা বিডিও অফিসে।